শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
গৌরনদীতে ৫ম শ্রেণীর ছাত্রী সুখী আক্তার (১৩) নামের এক সমাপনী পরীক্ষার্থীনী
আত্মহত্যা করেছে। বোনের সাথে অভিমান করে অাজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে
গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সুখী উপজেলার
দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী ও ওই এলাকার ইউনুস
সরদারের মেয়ে। এ ব্যাপারে নিহত পরীক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় একটি ইউডি
মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার এস.আই মোঃ আনিছুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরধরেঅাজ শনিবার সকালে ওই এলাকার সমাপনী (৫ম শ্রেণীর) পরীক্ষার্থী সুখী আক্তারের সাথে
তার (সুখীর) সহোদর বড় বোনের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির
ঘটনা ঘটে। এতে অভিমান করে অাজ সকাল ৯টার দিকে ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে
সুখী গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা টের পেয়ে মুমূর্ষ অবস্থায় সুখীকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর
পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুখীর লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য আজ দুপুরে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। সুরাতহাল বিপোর্টে লাশের
মুখমন্ডলে নখের আঁচর রয়েছে।
Leave a Reply