রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি:কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদীতে এক কলেজ ছাত্রীর গালে ক্ষুরাঘাত করেছে এক বখাটে যুবক। রক্তাক্ত যখম অবস্থায় ওই কলেজ ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ৪ জনকে আসামী করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের দুইজনকে গ্রেপ্তার করেছে।আহত কলেজ ছাত্রীর অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদের ফলে উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল একই উপজেলার বদরপুর গ্রামের জসিম মৃধার মেয়ে কলেজ ছাত্রী খাদিজা আক্তার (১৮)। সম্প্রতি নাজিরপুর সংকরপাশা গ্রামের ইউনুস বেপারীর ছেলে বখাটে ফয়সাল বেপারী তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ৮টার খাদিজার নানার ঘরে ঢুকে জোরপূর্বক খাদিজাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় খাদিজা বাঁধা দিলে বখাটে ফয়সাল খাদিজার গালে ক্ষুরাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।পরে রক্তাক্ত যখম অবস্থায় স্বজনরা সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ক্ষতস্থানে ১৪টি সেলাই লেগেছে।থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় কলেজ ছাত্রী খাদিজার মা হাচিনা বেগম বাদী হয়ে বখাটে ফয়সালসহ তার বাবা ইউনুস বেপারীর, মা কাজলী বেগম ও চাচা অসিম বেপারীকে আসামী করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফয়সালের বাবা ইউনুস বেপারী ও তার মাকে গ্রেপ্তার করেছে।
Leave a Reply