বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার একটি খাল থেকে একাধিক মামলার আসামি কাইউম খানের (৩৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে লাশটি উপজেলার পত্তনীভাঙা গ্রামের জোড়াখাল থেকে উদ্ধার করা হয়।নিহত কাইউম খান পার্শ্ববর্তী মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত জলিল খানের ছেলে।হিজলা পুলিশ জানিয়েছে, এই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও স্ত্রীকে মারধরসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে। এমনকি একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিক জানান, দুপুরে জোড়াখালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সেই বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
Leave a Reply