শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে ছয় পিস ইয়াবাসহ এক অটোরিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। হিজলা সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল গনি উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশের একটি দল সদর উপজেলার হিজলা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় তল্লাসী চালায়। এসময় হরিনাথপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়া একটি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে তা থামার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা পাঁচ যাত্রী পালিয়ে যায়।
পরে অটোরিক্সা তল্লাসী করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার ও চালক মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ। এ ঘটনায় হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply