বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমান কামালের মারধরে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান রাসেল আহত হয়েছে বলে জানাগেছে। তারা দুজনে আপন ভাই। রাসেল অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি মোট ৮৭ শতাংশ। পিতা মতিউর রহমান মারা যাবার পরে ৩ ভাই ২২ শতাংশ করে সম্পত্তি ভাগ ভাটোয়ারায় পায়। তার ২২ শতাংশের মধ্যে ৭ শতাংশের মধ্যে ৩য়তলা বিশিষ্ট একটি ব্লিডিং নির্মাণ চলমান রয়েছে। এ অবস্থায় ব্লিডিংয়ে পানি দেয়ার সময় তার মেঝ ভাই কামালের জায়গায় পানি যাচ্ছে।
এ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের সৃষ্টি হয়। এর আগেও সম্পত্তি ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিবাদ চলে আসছিলো। এরই ধারাবাকিতায় এবং রাসেলের পানি কামালের জায়গায় পরাকে কেন্দ্র করে রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাক বিতন্ডা হয় দু’ভাইয়ের মধ্যে।
রাসেল আরও জানায়,পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাক-বিতন্ডার শেষে সে তার মায়ের সাথে বসে কথা বলতেছিলো। এ সময় ঘরের মধ্যে ডুকেই তার ভাই লেবাসধারী সন্ত্রাসী কামাল মায়ের সামনেই তাকে এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। এর আগে কামাল তার মাকে মেরে মলমূত্র ত্যাগ করিয়ে দিয়েছিলো বলেও রাসেল জানান। তবে পারিবারিক ভাবে বিষয়টি অস্বিকার করা হয়। রাসেল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন।
এ বিষয়ে কামাল জানান, সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোন বিবাদ নেই, চরিত্রহীন রাসেল তার স্ত্রীকে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বলে আসছিলো। এনিয়ে তাকে বহুবার সাবধান করা হলেও সে কোন কর্ণপাত না করায়। ঘটনার দিন তার স্ত্রীকে পুনরায় অশালীন কথাবার্তা বলায় ছোট ভাইকে শাসন করেছি। এ সময় রাসেলও তাকে মারধর করে বলে জানান। এদিকে বিষয়টি নিয়ে উভয় ভাই থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply