শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছরের এক মানসিক প্রতিবন্ধি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ নাসিরকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার মোখলেছ মিয়ার মালিকানাধীন ভাড়া বাসা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। আটককৃত আসামির গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
ভুক্তভোগী শিশুটির মা জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে মানুষের সাহায্য নিয়ে সংসার চালাই। গত ২৬ জুন শনিবার বিকেলে পুরনো বাসা পরিবর্তন করে মোখলেছ মিয়ার বাড়িতে নতুন বাসা ভাড়া নিয়ে ঘরের মালামালা নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। এসময় আমার মেয়েকে নতুন বাসায় রেখে আসি। নতুন বাসায় একা পেয়ে ঐ বাড়ির পাশের ভাড়াটিয়া মোঃ নাসির আমার মেয়েকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য আমার মেয়েকে হুমকি প্রদান করে। আমি বাসায় গেলে আমার মেয়ে আমাকে বিষয়টি জানায়। পরে বাড়িওয়ালাকে বিষয়টি অবগত করলে তিনি আমাকে আইনের আশ্রয় নেওয়ার কথা জানায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply