শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশে পল্লী বিদ্যুতের স্টিলের একটি টাওয়ার গত দুই বছর ধরে মাটিতে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগের পরও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ার অপসারণের কোন উদ্যোগ নিচ্ছে না। এতে ওই জমিতে চাষাবাদে ব্যাহত হচ্ছে।জানাগেছে, ১৯৮৯ সালে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ মহাসড়কের পাশ দিয়ে স্টিলের টাওয়ার দিয়ে বিদ্যুৎ লাইন সংযোজন করে। ২০১৬ সালে ওই লাইনের আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশের একটি টাওয়ার অকেজো হয়ে ধসে পড়ে। গত দুই বছর ধরে ওই টাওয়ারটি মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ারটি আমতলী উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও জমির মালিক আনোয়ার হোসেন ফকির বলেন, স্টিলের টাওয়ারটি গত দুই বছর ধরে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অপসারণের কোনো উদ্যোগ নিচ্ছে না। টাওয়ার অপসারণ না করায় জমিতে চাষাবাদ করতে পারছি না।তিনি ওই টাওয়ারটি দ্রুত অপসারণের দাবি জানান।আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরাফদার বলেন, স্টিলের টাওয়ারটি খুলতে না পারায় সরানো সম্ভব হচ্ছে না। পটুয়াখালী জোনাল অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) জিএম প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে
Leave a Reply