মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা। ইউপি নির্বাচনে সাধারণ মানুষকে দেয়া কথা রাখায় ইউনিয়ন জুড়ে চলছে আলোচনার ঝড়। তবে এই ইউপি চেয়ারম্যান’র বক্তব্য হলো ,ইউনিয়নের উন্নয়ন কাজে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্তা নেয়া হবে। ঈতি পূর্বে ইউনিয়নের বিভিন্ন রাস্তা মেরামত ও ব্রিজ নির্মান কাজ শুরু হয়েছে। জানা গেছে, সেতুবন্ধ ক্লাব থেকে মাঝি বাড়ি সংযোগ সড়কে কাজ শুরু হয়েছে। ২নং কাশিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড তুলাতলা নামক স্থানে একটি ব্রিজ হওয়ার ফলে ওই ওয়ার্ডেও প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা।
এদিকে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা লাকুটিয়া সড়কে পিচ ডালাইয়ের কাজ শুরু হয়েছে। চলতি সপ্তাহেই শুরু হয়েছে মেরামত করার কাজ। উপজেলার লাকুটিয়া বাজার থেকে ময়ামাহা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পাকা সড়কটি মৃত্যুর কূপে পরিণত হয়েছিলো। এর ফলে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিনিয়ত। বর্ষা মওসুমে সামান্য বৃষ্টি হলেই সড়ক জুড়ে তীব্র জলাবদ্ধতাসহ যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেছেন ।
দীর্ঘ দুর্ভোগের পর সড়কটি নির্মাণ কাজ শুরু করায় ইউনিয়নের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ায়, ২নং কাশিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সোহেল হাওলাদার জানায়, হাজার হাজার মানুষের বরিশালে যাতায়াতের একমাত্র পথ লাকুটিয়া সড়ক। অথচ লাকুটিয়া সড়ক নিয়ে বেহাল অবস্থায় আছে এলাকাবাসী। এই সড়ক দিয়ে চলাচল খুবই মুশকিলের ব্যাপার। গাড়ি উল্টে যায়। দুর্ঘটনা ঘটে। সড়কে পিচ ডালাইয়ের কাজ শুরু হয়েছে দেখে ভালো লাগলো।
এসময় তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা নির্বাচনের সময় যে কথা দিয়েছেন তা তিনি রেখেছেন। এই সড়কের থ্রি হুইলার যাত্রী মো.জামাল বলেন, রাস্তায় কাজ শুরু হইছে ভালো,তবে কোনো অনিয়ম না হয় সে দিকে লক্ষ রাখতে হবে এই ইউনিয়ন চেয়রম্যানকে। এই সড়কের থ্রি হুইলার যাত্রী মো. আলামিন হোসেন বলেন, সড়কটির খুবই খারাপ অবস্থা। চলাচলের মতো অবস্থা নেই। বিশেষ করে বর্ষাকালে একেবারে মরণ ফাঁদে পরিণত হয়। বর্তমানে রাস্তাটির কাজ যে গতিতে হয়েছে সে গতিতে কাজ করা হলে আশা করি অতি দ্রুত কাজটি সমাপ্ত করা সম্ভব হবে। এতে স্থানীয় লোকজনের দুর্ভোগ হতে মুক্তি পাবে।
Leave a Reply