শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত ও দুর্ব্যবহার করার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তবে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় এক ট্র্যাফিক সার্জেন্ট বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন। এতে মো. মেহরাজ, মো. এনাম, রাসেল উদ্দিন, মো. আদর, শিবু ভট্টাচার্য ও ফয়সাল আলমকে চিহ্নিত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। মামলায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।
গেলো রোববার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক ট্র্যাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন। ওইদিন দুপুরে আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটরসাইকেল চালিয়ে আসায় কয়েকজন যুবককে থামিয়েছিলেন ট্র্যাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন মোটরসাইকেল আরোহীরা।
Leave a Reply