শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:পিরোজপুরে যুবলীগ নেতা মোঃ সাকিল আহমেদ আশিষ হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। রোববার রাত ৮.৩০ টায় নিহতের স্ত্রী সাবরিনা বেগম বাদী হয়ে ১৬ জন নামীয় এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন বলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে মামলার এজাহারভুক্ত আসামিরা হলো পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠী গজালিয়া গ্রামের মৃত আঃ হক মৃধার পুত্র রেজাউল মৃধা, ৪৭, মৃত জিয়াউল হক মৃধার পুত্র অমি মৃধা, ২০, মৃত আলতাফ হাওলাদার এর পুত্র মনির হাওলাদার ওরফে টেনি মনির, ৪৮, মৃত আঃ রব হাওলাদার এর পুত্র রিপন হাওলাদার ওরফে খাটো রিপন, ৩৫,
দক্ষিণ পুখরিয়া গ্রামের মৃত সামছুল মৃধার পুত্র ফয়জুল মৃধা, ৩৮, মৃত আঃ হক মৃধার পুত্র জামিল মৃধা, ৩৬, মৃত সামছুল হক মৃধার পুত্র এনাম মৃধা, ৪৮, মৃত আঃ হালিম শেখ এর পুত্র হাবিব শেখ, ৩০ ও হানিফ শেখ, ৩২, কৈবর্ত্যখালী গ্রামের সাধন পাল এর পুত্র সুমন পাল, ৩৬, মৃত জুলফিকার আলী ওস্তার পুত্র গাফ্ফার ওস্তা, ৩৫, নরখালী গ্রামের শাহআলম মৃধার পুত্র রমযান মৃধা, ২২, লখাকাঠী গ্রামের রুহুল হাওলাদার এর পুত্র মেহেদী হাওলাদার, ২১, নুরে আলম হাওলাদার এর পুত্র নাইম হাওলাদার, ২২, পুখরিয়া গ্রামের হানিফ শেখ এর পুত্র এমরান শেখ, ২৫, ও উদয়কাঠী গ্রামের হারুন অর রশীদ এর পুত্র হৃদয় শেখ, ২০।
ওসি জিয়াউল হক জানান, ওই হত্যা ঘটনার তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টাও চলছে।
উলে¬খ্য গত বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় পিরোজপুরে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের যুবলীগ নেতা শাকিল আহমেদ আশিষ নিহত হন।
ওই দিন আশিষ পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ী ফেরার পথে দুপুর ১২.৩০ টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে সে মারা যায়।
Leave a Reply