সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় টানা বর্ষণে প্লাবিত পানিতে ডুবে চার বছরের এক শিশু ও প্লাবিত পানিতে মাছ ধরতে নেমে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ১৪ বছরের আর এক বালকের মৃত্যু হয়েছে।
বন্যার প্লাবিত পানিতে ডুবে মারা যাওয়া শিশু মনিরা আক্তার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের জসিম আকনের মেয়ে। অপরদিকে বিদ্যুতের ছেঁড়া তারের স্পৃষ্ট হয়ে মারা যাওয়া মাহবুব পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত চারদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হলে বাড়ির আঙ্গিনা, মাঠ-ঘাট পানিতে তলিয়ে যায়। শুক্রবার (৩০ জুলাই) সকালে মনিরা সকলের অগোচরে বাড়ির আঙিনায় গেলে বন্যার প্লাবিত পানিতে ডুবে মারা যায়।
এদিকে, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বাড়ির পিছনে বৃষ্টির প্লাবিত পানিতে মাছ ধরতে যায় মাহবুব। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যায় সে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক অফিসের ডিজিএম নৃত্য নন্দন কুন্ডু জানান ঝড়ের সময় আমাদের লোকজন প্রত্যন্ত এলাকায় কাজ করছিল। ওই স্থানে বিদ্যুতের তার ছেঁড়ার অভিযোগ আমাদের কেউ না দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply