শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ বিদ্যুৎ বিভাগের অবহেলা, উদাসীনতায় মুলাদীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহাদুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানাগেছে, শনিবার মুলাদী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎ লাইনের দুই পার্শ্বের গাছের ডাল অপশারনের কাজ করে বিদ্যুৎ বিভাগের নিয়োজিত শ্রমিকরা, এসময় তারা গাছের ডালের সাথে বিদ্যুতের তারও কেটে রেখে চলে আসে।
লাইন চেক না করেই সেখানে বিদ্যুৎ সরবরাহ করলে স্থানীয় সবুজ ঢালীর পুত্র আহাদুল ইসলাম ঢালী (১৫) সেখান দিয়ে যাওয়ার সময় তার শরীরের বিদ্যুতের তার জড়িয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে। তার দাদী ছুটে এসে তাকে ধরতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা মুলাদী পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের এ অবহেলাকে খুনের সাথে তুলনা করে বিচার দাবী করেছেন তারা।
এঘটনায় মুলাদী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আনন্দ কুমার , কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, লাইনম্যান কুদ্দুসকে পাঠিয়ে লাইন চেক করে বিদ্যুৎ সরবরাহ করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মুলাদী হাসপাতালের মর্গে রয়েছে।
Leave a Reply