বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে প্রকাশ্যে কোচিং সেন্টার চালু রাখাসহ, ছাত্রীদের সাথে টিকটক ভিডিও তৈরির অভিযোগ পাওয়া গেছে এক কোচিং শিক্ষকের বিরূদ্ধে।
উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় কোচিংয়ের নামে ছাত্রীদের সাথে ওই শিক্ষকের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায়, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অথচ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে পাঠদান বন্ধ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম গাজী তুষার। সে উপজেলার সুন্দ্রা গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।
সরেজমিনে শনিবার সকাল সাড়ে দশটার দিকে দেখা যায়, পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের ছাত্র পরিচয়দানকারী গাজী তুষার ভবনটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ৭-৮ জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন।
করোনা পরিস্থিতিতে সারাদেশে কোচিং সেন্টারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও করোনা ঝুঁকি নিয়ে তিনি কেন পাঠদান করাচ্ছেন, জানতে চাইলে গাজী তুষার সাংবাদিকদের বলেন, ‘অভিভাবকদের অনুরোধে ১৬ আগস্ট থেকে উচ্চ মাধ্যমিকের দুটি ব্যাচে ১৬ জন শিক্ষার্থীকে পাঠদান করছি।
ফেসবুকে ভাইরাল হওয়া ছাত্রীদের নিয়ে টিকটক ভিডিও সম্পর্কে তিনি বলেন, এগুলো অনেক আগের তৈরি করা ভিডিও। ছাত্রীরাই আমার ভিডিও’র সাথে যুক্তকরে টিকটক ভিডিও তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমাদের অজান্তে সপ্তাহখানেক আগে ওই শিক্ষক আমার বোন এবং আরো কয়েকজন ছাত্রীকে দিয়ে এ টিকটিক ভিডিও তৈরি করেছেন।
ভবনের মালিক সোহাগ গাজী সাংবাদিকদের বলেন, একমাস আগে আমাদের বাসা ভাড়া নিয়েছেন তুষার গাজী নামে এক ব্যাক্তি। সেখানে কোচিং করাচ্ছেন কিনা জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ধরনের প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে তদন্ত করে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply