মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর বারোটায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রাকিব মৃধা ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।
সাংবাদ সম্মেলনে রাকিব মৃধা, মো: হাসান হাওলাদার, রাজিব খান, মো: তারিকুল ইসলাম রুবেল, আব্বাস মল্লিকসহ ২৫ থেকে ৩০ জন ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রাকিব মৃধা লিখিত বক্তব্য উপস্থাপন করে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ না করে অর্থের বিনিময়ে রাতের আঁধারে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন।
এ কমিটিতে যারা পদ পেয়েছে তাদের অনেকের পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। ত্যাগী ও সক্রিয় নেতা কর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত, ছাত্রদলের সদস্য, অছাত্র, বিবাহিত, ঢাকায় বসবাসরত চাকরিজীবীদের অন্তভুক্ত করে নিয়ম বর্হিভূতভাবে উপজেলা ছাত্রলীগের কমিটি অমুমোদন দিয়েছেন। তাই এ কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুসরণ করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো: হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো: খাইরুল আলম শাহিন সর্দারকে সভাপতি ও মো: ইমরান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন।
Leave a Reply