বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্ধারণ করা টাকা না দিলে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না মার্কশিট ও প্রশংসা পত্র।
সূত্রে জানা গেছে, উপজেলার ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে তামিম, আশা, বীথি আক্তার, রবিউল রানা, সানজিদা, আবসানা, জেনিয়া, নাজবির ও সাকিবসহ কয়েক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়ে রবিবার মার্কশিট ও প্রশংসা পত্রের জন্য নিজ বিদ্যালয়ে যায়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ তাদের কাছ থেকে পাঁচশত টাকা করে আদায় করেন। টাকার রসিদ চাইলে উল্টো বেয়াদব বলে মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মার্কশিট ও প্রশংসা পত্র বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়ার বিধান না থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ রেকর্ড সংরক্ষণ ফি বাবদ কিছু টাকা নেয়। তবে টাকার পরিমান হবে অবশ্যই সহনশীল হওয়া উচিত।
এ বিষয়ে ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ খানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইলে খুদেবার্তা পাঠলেও তিনি ফোন করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ এর আগে আরিফুল ইসলাম, আবু সালেহ রাশেদ ও আবদুল্লাহ আল কাফি নামে তিন শিক্ষার্থীর মেধাবৃত্তি পঁচিশ হাজার টাকা উত্তোলন করে আত্মস্যাৎ করেন।
এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেনের হস্তক্ষেপে ওই টাকা ফেরত পান শিক্ষার্থীরা।
Leave a Reply