মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে নৌকার প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। মনোনয়নপ্রাপ্তরা ইতোমধ্যে জোরেশোরে প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।
গত সোমবার বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে মোঃ ওবায়দুল হক নামে এক প্রার্থী ঢাকা থেকে হেলিকপ্টারেযোগে তার নির্বাচনী এলাকায় আসলে উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। এতে ওই এলাকায় ইউপি নির্বাচনী প্রচারণায় চমক সৃষ্টি হয়। ওই ইউনিয়নে আওয়ামী লীগের ৪/৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়। হেলিকাপ্টরে এসে যিনি প্রচারণায় নেমেছেন তিনিও আওয়ামী লীগের একজন সম্ভাব্য প্রার্থী। মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নড়বেন বলে সাংবাদিকদের জানান।
এদিকে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামও নৌকার প্রার্থী। তিনি এবার নৌকার হাল ধরতে পারবেন কিনা এ নিয়েও জনগণের মাঝে নানান প্রশ্ন। উপজেলার অন্যান্য ইউনিয়নেও ৫/৭ জন করে নৌকার সম্ভাব্য প্রার্থী রয়েছে। নৌকার মনোনয়ন না পেলে প্রতিটি ইউনিয়নেই একাধিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। তবে বিএনপি’র কোন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে না। বাউফল উপজেলায় মোট ১৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।
Leave a Reply