বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ নুন আনতে পান্তা ফুরাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। করোনাভাইরাসের কারণে কর্মজীবীরা কর্মহীন হয়ে পড়েছে।
আর্থিক অভাব ও অনটনের কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৫টি আশ্রয়ণে ৭২২ পরিবার ব্র্যাক ঘর সংস্কার করতে পারছে না।
বাসিন্দাদের ব্র্যাক ঘরের ছাউনিতে বড় বড় ছিদ্র, বেড়া ও আরসিসি খুঁটি অনেকটা ভেঙে পড়েছে। ফলে বৃষ্টি হলেই পানিতে একাকার হওয়া ও ঘরের খুঁটি ভেঙে যাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিন লক্ষ্মীপুর-নিজাবাদ আশ্রয়ণ প্রকল্প ও সৈয়দ জাফর আদর্শগ্রামে ঘুরে এরকম চিত্র দেখা গেছে।
নিজাবাদ-লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুইপার নজির, দিনমজুর সালাম ও মস্তফাসহ ৩টি পরিবারের মোট ২২জন লোকের বসবাস। করোনাভাইরাস ও কাজের অভাবে তাদের তেমন কোনো আয়-রোজগার নেই।
তারা অভিযোগ করে বলেন, তাদের ঘরগুলো কেউ সংস্কার করে দিচ্ছে না এবং ঘরগুলো বসবাসের উপযোগী করতে ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানিয়েও তারা কোনো সুফল পাইনি।
ওই আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের মধ্যে ৩৭টি পরিবার বিভিন্ন সময়ে শ্রম বিকাতে রাজধানী ঢাকাসহ অন্যত্রে চলে গেছে। কথা হয় সৈয়দ জাফর আদর্শ গ্রামের মোকলেচ সিকদার, মোস্তাফা, রওশন আলী, জেসমিন বেগম ও মকবুলের সঙ্গে।
তারা বলেন, নির্বাচন আইলে হ্যারা ভোট চায়। এ্যাহন আমাগোরে কেউ সাহায্য সহযোগিতা করে না। তারা আরও বলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাগো কোনো ভাগ্যের পরিবর্তন হয় না।
Leave a Reply