মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ মিটার ঘন ফাঁসের অবৈধ জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। আজ শুক্রবার দিনভর রাবনাবাদ সাগর মোহনা ও আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে শেষ বিকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা ও এএসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এ এসআই কামরুল ইসলাম জানান, জব্দকৃত জাল দিয়ে অস্বাধু জেলেরা নদী ও সাগরের ছোট চিংড়ি শিকার করতো। যেটা সম্পূর্ন অবৈধ। নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply