মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা পৌরসভার নির্মাণাধীন পৌর গেস্টহাউজের দোতলায় এক ভাসমান নারী টোকাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খবর পেয়ে পৌরভবনের গেস্টহাউজের দোতলায় মাথা থেতলানো অবস্থায় শিল্পী নামের ওই নারী টোকাইয়ের লাশ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, শিল্পী ও তার সাথে স্বামী আল আমিন তিনদিন আগে ঢাকার সদরঘাট এলাকা থেকে গলাচিপা আসেন। রাতে তারা এখানেই থাকতেন। স্বামী আল আমিন ও শিল্পীর মধ্যে গতকাল ঝগড়ার সৃষ্টি হয়েছিল। এ ঘটনা থেকেই হয়তো স্ত্রীকে হত্যা করেন আল আমিন। ঘটনার পর থেকেই আলআমিন পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। আলআমিনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ।
Leave a Reply