বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে দুই দিনে পেঁয়াজের দাম প্রতি কেজিতে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হয়। শনিবার সকাল থেকে তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় বিক্রী হচ্ছে। এ দিকে গ্রামের বাজার গুলিতে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে পেঁয়াজের দাম কেজিতে আরো ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রী হচ্ছে।
পটুয়াখালী নিউ মার্কেটের ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, প্রতিদিনই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। ক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন।
এদিন পাইকাররা ২২০০ টাকা মন দরে পেঁয়াজ কিনেছেন। এদিকে পেঁয়াজের দামের পাশাপাশি পটুয়াখালীতে আদা ও আলুর দামও বৃদ্ধি পেয়েছে। চায়না আদা ২০০ টাকা থেকে ২২০ টাকায়, আলু ৩০ টাকা থেকে বেড়ে ৩৫ টাকায় বিক্রী হচ্ছে। এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধূরী জানান, বাজার পর্যবেক্ষন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply