মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় চোর সন্দেহে শহিদুল (৪০) নামের এক ব্যক্তিকে চোখে কাপড় বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ধানখালী এলাকার তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
শহিদুলের অবস্থার অবনতি হলে রাত ২ টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে ফেলে রেখে যায় সিকিউরিটি গার্ড সদস্যরা। পরে আজ সকালে আহতের অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নির্যাতিত ব্যক্তির অভিযোগ, রাত ১২ টার দিকে তাকে ডেকে নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত গ্রুপ ফোর নামের একটি কোম্পানির সিকিউরিটি গার্ড সদস্যরা এমন নিষ্ঠুর নির্যাতন চালায়। এসময় লোহার রড দিয়ে সাড়া শরীরে পিটিয়ে থেতলে দেয়া হয়। এমনকি শারীরিক নির্যাতন শেষে গোপনাঙ্গে আগুনের ছ্যাঁকা দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আহত শহীদুলের বাড়ি ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে।
এ বিষয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও অভিযুক্ত সিকিউরিটি গার্ড সদস্যদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply