বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদে চুরি হয়েছে। চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার গভীর রাতে ছোটবাইশদিয়া ইউপি কার্যালয়ে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে দরজা তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। খুব সকালে পরিষদের দরজা খোলা ও ভেতরে এলোমেলো দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। খবর পেয়ে এসে দেখি আমার অফিস কক্ষের ছিটকিনি কাটা ও দরজা খোলা। অফিসের মধ্যের চেয়ার-টেবিল ভাঙ্গা।
তিনি বলেন, টেবিলের ড্রয়ারের মধ্যে চার লাখ টাকা ছিল। সব টাকা নিয়ে গেছে। এছাড়া টেবিলের ওপর ফল কাটার একটি চাকু ছিলো, সেটিও নিয়ে গেছে।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, ইউনিয়ন পরিষদে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Leave a Reply