মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন হাওলাদার কে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাধবপাশা হাইস্কুল ও কলেজ রুমে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় মাধবপাশা ইউনিয়নের (নৌকা) প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন হাওলাদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আহাম্মেদ স্বপন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিনুর ইসলাম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আকন, মহিলা বিষায়ক সম্পাদক সিবানি রানী, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম ।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ সরদার,সাধারন সম্পাদক মিলন সিকদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ৭নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ কালাম হোসেন জমাদ্দার, সাধারন সম্পাদক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফিরোজ মোল্লা, ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সিফাত, রাজু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের ২ শতাধীক নেতকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে মাধবপাশাসহ ৪ টি ইউনিয়নে নৌকার বিজয়ী হবে। নৌকা বিজয়ী করতে সকল মতপার্থাক্য ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর দেয়া নৌকা প্রতীকের পক্ষে নিজেদের বিলিয়ে দিতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বসে থাকবেন না। লেবাসধারী নৌকার কর্মীর দরকার নাই। যারা দিনে নৌকার কাজ করবেন,রাতে নাঙ্গল/হাতুড়ি/হাতপাখার কাজ করবেন তাদের মুখোশ উন্মোচন হবে। মনে রাখবেন নৌকার বিজয় নিশ্চিত। এর আগে বিভন্ন এলাকা থেকে নৌকার মিছিল নিয়ে তৃনমূলের হাজার হাজার কর্মীরা সভাস্থলে আসেন। পরে একটি বিশাল মিছিল মাধবপাশা বাজার প্রদক্ষিণ করে।
Leave a Reply