সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের প্রার্দুভাবে অঘোষীত লকডাউনে বরিশাল। নির্ধারিত কিছু দোকান খোলা থাকলেও বাকি সবকিছু বন্ধ রাখা হয়েছে। সেইসাথে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের রোজগার। অনেকেই খাদ্য সংকটে ভুগছিলেন। তাদের সহায়তায় অবশেষে এগিয়ে এলেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
খাদ্য সহায়তার অংশ হিসেবে আজ (৩০ মার্চ) নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তত্ত্বাবধানে নগরীর কেডিসি কলোনীতে এই সহায়তা পৌঁছানো হয়।
এতে রয়েছে চাল, ডাল ও আলু। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply