বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
সুমন তালুকদার,গৌরনদী॥ বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া শিশু হাবিবা (২) গত ৩ মাস ২১ দিনেও সন্ধান মেলেনি। এক মাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা ও তার পরিবারের মানুষ এখন পাগল প্রায়। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
ডায়েরী সুত্রে জানা গেছে, পৌরসভার তিখাসার মহল্লার হাবিবুর রহমান ও সিমা আক্তার দম্পতির একমাত্র দুই বছরের কণ্যা সন্তান হাবিবা গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে ওই দিনই নিখোঁজ শিশুটির মা সিমা আক্তার বাদি হয়ে একটি নিখোঁজ ডায়েরী করেন (যার নং ১৫০ তারিখ ০৫-০৯-২০২১ ইং)।
ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ডায়েরী করার পর থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে সন্ধানের চেষ্টা অব্যহত রয়েছে।তবে শিশু হাবি সন্ধান আমরা এখনো পাইনি।
Leave a Reply