শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, নারীদের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পুরুষ ও নারীর মধ্যে কোনো বৈষম্য রাখা হচ্ছে না। সকল নাগরিকের জন্য চাকরি, ব্যবসাসহ সকল ক্ষেত্রে সমান সুযোগ দেয়া হচ্ছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।
পরে দুই মাসের প্রশিক্ষণ নেওয়া ২৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম। এর আগে শেখ সেলিম সম্প্রতি খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জের ৫ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করে শান্তনা দেন ও সমবেদনা জানান।
Leave a Reply