মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরের রুপাতলীর আলোচিত মাদক ব্যবসায়ী মতিউর রহমান মতি ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। কিন্তুু ধরাঁছোয়ার বাইরে রয়েছে তার সহযোগিরা । সূত্রে জানা যায় , সহযোগী হিসেবে রয়েছে ঐ এলাকার বাসিন্দা মিজান মাঝি , ফুয়েল মাহফুজ, রায়হান ও মুরাদ ভাটিখানা রোকেয়া আজিম সড়কের বাবু। মতি কারাগরে থাকলেও মাদক ব্যবসা পরিচালনা করে তারা । জানা গেছে , মতি আটকের পূর্বে মিজান মাঝি তার সাথে মোটর সাইকেলে ঘুরে ঘুরে নগরীতে ফেন্সিডিল সরবরাহ করতো ।
মাস কয়েক পূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ফেন্সিডিল সহ আটক হয়ে মতি দীর্ঘদিন কারাভোগ করে । পরবর্তিতে জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা চালায় মতি। সম্প্রতি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হাসপাতাল রোডের খান ভিলায় ফেইথ শিক্ষা পরিবার নামের কোচিং সেন্টার থেকে ২২ বোতল ফেনসিডিল নিয়ে দুইসহযোগীসহ রূপাতলী রেডিও সেন্টার সংলগ্ন খান সড়কের মৃত হায়দার আলী খানের ছেলে মতিয়ার রহমান গ্রেফতার হয় । বর্তমানে সে জেলে বন্দি রয়েছে।
তবে তার মাদক ব্যবসা থেমে নেই। তার অবর্তমানে গোটা নগরে ফেন্সিডিল বিকিকিনি করে যাচ্ছে মিঝান মাঝি ও অপারপর সহযোগীরা । এদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর আইনের আওতায় নিয়ে আসবেন এমনটি দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র নরেশ চন্দ্র কর্মকার জানিয়েছেন, কোন মাদক ব্যবসায়ীই ছাড় পাবে না। যারা মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply