বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে প্রেমের তাবিজ দেয়ার কথা বলে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১৫ ) ধর্ষণের অভিযোগ উঠেছে তিন সন্তানের জনকের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ৫ মাসের অন্তসত্ত্বা হয়েছে পরেছে ওই স্কুল ছাত্রী।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শহিদুল খান বাদী হয়ে শুক্রবার (১লা মে ) দুপুরে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।যার নং ২।
এ ঘটনায় ধর্ষক সুমন ওরপে জীবন(৩০)কে আটক করেছে এয়ারপোর্ট থানার এস আই আজমল হোসেন।
ঘটনাটি ঘটেছে, নগরীর লুৎফর রহমান সড়ক ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায়। ধর্ষিতা সে সৈয়দ মজিদুননেছা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
মামলা সুত্রে জানা যায়, বাঘিয়া এলাকার সোরাফ হাওলাদারের পুত্র ভখাটে সুমন ওরপে জীবন একই এলাকার ওই ছাত্রীকে তাবিজ দিয়ে পছন্দের মানুষকে কাছে পাইয়ে দেবার কথা বলে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।
ফলে সে ৫ মাসের অন্তঅসত্ত্বা হয়ে পরে। এক পর্যায়ে শুক্রবার দুপরে সুমন তার নিজ ঘরে ডেক নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সুমন পেশায় একজন কবিরাজ।
এসময় স্কুল ছাত্রী তানিয়া ( ছদ্মনাম) তার পরিবারকে বিস্তারিত খুলে বলে। ঘটনা শুনে তার পিতা শহিদুল খান এয়ারপোর্ট থানায় খবর দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ বিন আলম। ধর্ষক সুমন বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর গ্রামের সোরাফ হাওলাদারের ছেলে।
Leave a Reply