মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরীতে ‘ফেইথ শিক্ষা পরিবার’ নামের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ২২ বোতাল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে কোচিং সেন্টারের পরিচালক সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিবি’র এসআই দেলোয়ার হোসেন-পিপিএম এর নেতৃত্বে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডস্থ হাসপাতাল রোডের খান ভিলার নীচ তলায় ফেইথ শিক্ষা পরিবার কোচিং সেন্টারে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো- কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে মো. শামীম আহম্মেদ (৪০),
তার সহযোগী এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বিরপাশা গ্রামের মো. কাঞ্চন আলী তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৪২) এবং রূপাতলীতে বাংলাদেশ বেতার বরিশাল (রেডিও সেন্টার) সংলগ্ন মৃত হয়দার আলী খানের ছেলে মাদক ব্যবসায়ী মো. মতিয়ার রহমান (৩২)।
গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেইথ শিক্ষা পরিবারের অফিস কক্ষের শামীম আহম্মেদ এর টেবিলের নীচ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
একই সাথে ঘটনাস্থল হতে কোচিং সেন্টারের পরিচালক ও মাদক ব্যবসায়ী সহ তিন জনকে আটক করা হয়। এদের মধ্যে মতিয়ার রহমান নামের মাদক ব্যবসায়ীকে ইতিপূর্বে বেশ কয়েকজন ফেন্সিডিল সহ আটক করে গোয়েন্দা পুলিশ।
Leave a Reply