সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশালের গড়িয়ারপাড়ে বাস-মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ৭ জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে বাস চালককে আটক করার প্রতিবাদে সকল ধরণের বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার (২৩মার্চ) সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে অবরোধ শুরু করে। এর পরপরই বাস শ্রমিক ইউনিয়ন বিভাগের অভ্যন্তরীন রুটে সকল ধরণের বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। তাদের দাবী একটাই আটককৃত বাস চালককে মুক্তি দিতে হবে। অন্যদিকে বিএম কলেজ ছাত্রী শিলা রানী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিএম কলেজের সাধারন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। একই সাথে ব্যস্ততম তিন/চারটি সড়ক বন্ধ থাকায় নগরীতে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাস্তা আটকে সাধারণ মানুষকে হেটে চলতেও বাধা দেয়া হয়। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌছায়। অপরদিকে সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। মেয়র সাদিক আব্দুল্লাহ বিক্ষোভরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সব ধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য গতকাল শুক্রবার বরিশাল-বানারীপাড়া মহাসড়কের তেতুলতলায় বাস-মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়।
Leave a Reply