সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর জেলা স্কুলের সামনের দোকানগুলোতে সিগারেট ও তামাকজাতদ্রব্য বিক্রি করায় দুই দোকানদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বরিশাল জেলা স্কুলের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলা স্কুলের সামনের চায়ের দোকানদার মো. বাদল তালুকদার (৩০) ও মো. রফিক (৩২)।
সূত্র জানায়, এসব দোকানে প্রকাশ্যে সিগারেট-গুল-তামাক বিক্রয় করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আব্দুল হালিম নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইভটিজিং ও স্কুল কলেজের সামনে বিড়ি-সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার আব্দুল হালিম জানান, ভবিষ্যতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযানে তাৎক্ষণিক সহযোগিতা আরো জোরদার করা হবে।
Leave a Reply