সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃবরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার তিন নম্বর গলিতে বিসিসি কতৃক চার তলা বহুতল ভবনের নির্মানের জন্য অনুমোদন নেয়া হলেও অবৈধ ভাবে ভবন বর্ধিত করা সহ সড়ক দখল করার অভিযোগ উঠেছে হিজলা উপজেলা জামায়াত সংগঠনের সদস্য মোঃ গুলজারের নামে।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনেও মিলেছে এর সত্যতা। দেখা গেছে ভবনে গাড়ি উঠানো নামানোর জন্য সরকারি সড়কের উপর উচু টিলা নির্মান করেছে রাতারাতি তিনি। এতে এলাকার অন্যান্য বাসিন্দাদের বর্ষার পূর্বেই জ্বলাবদ্ধতার শিকার হয়ে ভোগান্তিতে পরতে হবে
সরকারি সড়কের উপর ব্যক্তি স্থাপনা কিংবা অবকাঠামো নির্মান করার কোন ধরনের সুযোগ না থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে রাতারাতি সড়ক দখলে নেয়ায় দৃষ্টিগোচর হয়েছে এলাকাবাসীর। বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সাথে এ বিষয় কথা বললে অভিযোগ পাওয়ার পরে উর্ধতনদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করার কথা বললেও জানা গেছে রাতের আধারে সড়ক দখল করার কলাকৌশলও তারাই শিখিয়েছেন উৎকোচের বিনিময়ে। এদিকে স্থানীয় একাধিক ভবন মালিকেররা জানায় কলেজ এভিনিউর তিন নম্বর গলিটি এমনিতেই অনেক নিচু জমিতে।
সামান্য বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে সড়কের উপর ভবনের সামনে উচু করার ফলে বর্ষার জ্বল তাদের ঘড়ে প্রবেশ করার মত অবস্থা হতে পারে।নগরীর ২০ নং ওয়ার্ডের কলেজ এভিনিউ এলাকার তিন নম্বর গলিতে ক্রিষ্টাল নামক মোঃ গুলজারের ৫ তলা ভবন টিতে মাঝে মধ্যেই রাতে অনক লোকের সমাগম ঘটে।
আর প্রায় ভোর রাত অবদি প্রাইভেট গাড়ী আসা যাওয়া করে তবে কেন বা কি হয় ভবনের ভিতর তা কেউ জানে না। তারা অভিযোগ করে বলেন, হিজলা উপজেলা জামায়াত সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকায় সংগঠনের আলোচনা নিরাপদে তার ভবনেই করে আসছে যাতে সাংগঠনিক কাজে বিঘ্নিত না ঘটে। এদিকে অভিযুক্ত ভবন মালিক মোঃ গুলজার বিষয়টি অস্বীকার করে জানায় বিসিসি কতৃপক্ষকে বিষয়টি জানান হয়নি ঠিক তবে অবৈধভাবে কিছু তিনি করেন নি।অপরদিকে স্থানীয়রা কাউন্সিলরের কাছে বিষয়টি অবহিত করতে গেলে তার ব্যস্ততার ফলে জানানো হয়নি।
Leave a Reply