শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি // বরিশাল বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বাবুগঞ্জ বাজার সংলগ্ন স্টীল ব্রীজ’র পূর্ব প্রান্তে স্ব-ঘোষিত ও অনিয়ন্ত্রিত ভাবে গড়ে উঠেছে আলফা-মাহিন্দ্রা স্টান্ড। যার ফলে প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ ভাবে পথচারীদের হাঁটা, শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে হচ্ছে। প্রতিদিন বাবুগঞ্জ বাজারে আসা সহশতাধিক মানুষ সড়ক দূঘটনা ঝুঁকিতে স্টীল ব্রীজ এলাকা অতিক্রম করছে।
সরেজমিনে দেখা গেছে, রহমতপুর-মীরগঞ্জ সড়কের বাবুগঞ্জ স্টীল ব্রীজ’র পূর্ব প্রান্তে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বিগত প্রায় এক (১) বছর আগে অবৈধ ভাবে গড়ে উঠেছে একটি অলফা-মাহিন্দ্রা স্টান্ড। যে স্থানটিতে এ স্টান্ডটি তৈরি হয়েছে তার পূর্বদিকে মীরগঞ্জ, পশ্চিম দিকে রহমতপুর, উত্তর দিকে বাবুগঞ্জ বাজার এবং দক্ষিণ দিকে রাজকর গ্রাম। চতুরদিক থেকে প্রতিদিন নারি, পুরুষ, শিক্ষার্থীসহ হাজার হাজার লোক চলাচল করে। অপরদিকে বাবুগঞ্জ বাজার ও রাজকর গ্রামের রাস্তা থেকে স্টীল ব্রিজ সংলগ্ন এই আলফা – মাহিন্দ্রা স্টান্ডটি উচু স্থানে হওয়ায় পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় ঐ রাস্তা দিয়ে চলাচলকৃত গাড়িগুলোকে স্পষ্ট ভাবে দেখা না যাওয়ার ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এমনকি বাবুগঞ্জ বাজার থেকে মোটর সাইকেল, পিক-আপ, আলফা-মাহিন্দ্রা, ভ্যান অথবা অন্যকোন গাড়ি ব্রীজের উপরে উঠতে হয় অত্যন্ত ঝুঁকির মধ্যে। এর অন্যতম কারণ ব্রীজের পূর্ব প্রান্তে অবৈধ মাহিন্দ্রা স্টান্ড।
স্থানীয় জনসাধারন মনে করেন, প্রসাশনের উদাশিনতার কারণে অনিয়ন্ত্রিত ভাবে এখানে এই স্টান্ডটি গড়ে উছেঠে। বড় ধরণের কোন দূর্ঘটনা এড়াতে অতি দ্রুত বাবুগঞ্জ স্টীল ব্রীজের পূর্বপ্রান্তে গড়ে ওঠা মাহিন্দ্রা স্টান্ডটি অন্যত্র সরিয়ে নেয়া অতিব জরুরী। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র দাস বলেন,বাবুগঞ্জ স্টীল ব্রীজের পূর্বপ্রান্তের মাহিন্দ্রা স্টান্ডটি দু-একদিনে মধ্যেই দূর্ঘটনা ঝুঁকির কথা চিন্তা করেন অন্যত্র সড়িয়ে নেয়া হবে।
Leave a Reply