বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে সন্ত্রাসীরা এক মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৩টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুন-অর-রশিদ লিখিতভাবে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আংগারিয়া ইউনিয়নের রুপাশিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদের পৈত্রিক সম্পত্তি ২ একর ৭৯ শতাংশ জমি বংশ পরম্পরায় ভোগদখল করে আসছিল।
সপ্তাহখানেক আগে ধান কাটার পর পার্শ্ববর্তী ঝাটরা গ্রামের প্রভাবশালী সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী, ভূমিদস্যু খবির মোল্লার নেতৃত্বে নাসির, কবির, আনসার উদ্দিন সানু, রফিকুল ইসলাম, রিপন হাওলাদার, সুলতান হাওলাদারসহ অন্ততঃ ১৫/২০ জন সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে তাদের ভোগদখলীয় জমি দখল করে নেয়।
এছাড়াও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই মহলটি। প্রতিনিয়ত ভেটেমাটি ছাড়া করারও হুমকি দিচ্ছে। ইতোমধ্যে ওই মহলটি তারা কিছু সম্পত্তি অবৈধভাবে দখল করে ওই জমির মাটি কেটে আইল (কান্দি) তৈরি করেছে এবং আরো কিছু জমিতে পিলার পুতে দিয়েছে ওই ভূমিদস্যুরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply