তিন বছরেও মেরামত হয়নি বরিশাল কালীজিরা নদীর উপর ভেঙ্গে পরা ব্রিজ Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




তিন বছরেও মেরামত হয়নি বরিশাল কালীজিরা নদীর উপর ভেঙ্গে পরা ব্রিজ

তিন বছরেও মেরামত হয়নি বরিশাল কালীজিরা নদীর উপর ভেঙ্গে পরা ব্রিজ




মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি কালীজিরা নদীর উপর ভেঙ্গে পরা ব্রিজ বিগত তিন বছরেও অপসারন কিংবা মেরামত করা হয়নি। ফলে চরম দূর্ভোগে পরেছে জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ও ঝালকাঠী সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা।
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সরদার মোঃ সোহেল জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উজিরপুর উপজেলার সাথে ঝালকাঠীর সদর উপজেলার জণসাধারণের সহজে যাতায়তের জন্য উজিরপুর ও ঝালকাঠীর মধ্যদিয়ে প্রবাহিত কালীজিরা নদীর উপর কোটি টাকা ব্যয়ে (পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের্^) ব্রিজ নির্মান করা হয়।

তিনি আরও জানান, বিগত তিন বছরপূর্বে রাতে নদী দিয়ে চলাচলকারী একটি কার্গোর ধাক্কায় ব্রিজের মাঝের অংশ নদীর মধ্যে ভেঙ্গে পরলেও ব্রিজটি মেরামত কিংবা ভাঙ্গা অংশ এখনও অপসারনে পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সীমান্তবর্তী পঞ্চগ্রাম ও ঝালকাঠী সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা শেরওয়ানি জনদূর্ভোগের কথা স্বীকার করে বলেন, ভেঙ্গে পরা জনগুরুত্বপূর্ণ ব্রিজটি মেরামত ও ভাঙ্গা অংশ অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার অনুরোধ করা সত্বেও অদ্যবর্ধি তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। এ ব্যাপারে ঝালকাঠী সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ব্রিজটি মেরামত ও ভাঙ্গা অংশ অপসারনের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD