শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে বিয়ে করার প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষন অতঃপর বিয়ের চাপ দিলে তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা কুলসুম বেগম বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত কোষ্টগার্ডের মাঝি আবুল কালামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
জানাগেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মোঃ মজিবর এর কিশোরী কন্যাকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে মেনিপাড়া গ্রামের আঃ বারেক হাওলাদারের ছেলে নিদ্রা-সখিনা কোষ্টগার্ডের মাঝি আবুল কালাম দীর্ঘ ২ বছর ধরে দৈহিক সম্পর্ক করে আসছে। এক পর্যায় মেয়েটি ধর্ষককে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে।
একপর্যায় গত ৪ মাস আগে আবুল কালাম ওই কিশোরীকে পটুয়াখালী যৌনপল্লীতে নিয়ে বিক্রি করে দেয়। সেখান থেকে ১৫ দিন পর ওই কিশোরী কৌশলে পালিয়ে আসে। মেয়েটি আবুল কালামকে বিয়ের জন্য চাপ দিলে সে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এবং স্থানীয় ভাবে মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ঘটনাটি ৫ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের ১৮ পৃষ্ঠায় “তালতলীতে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যৌনপল্লীতে বিক্রি” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখে গত ৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কয়েকজন সহযোগী নিয়ে ধর্ষক কোষ্টগার্ডের ক্ষমতার দাপট দেখিয়ে মাঝি কালাম মেয়েটিকে বাড়ি থেকে অপহরন করে নিয়ে আসে। এরপর থেকে মেয়েটির আর কোন খোজ পাওয়া যায়নি। কিশোরী ধর্ষন ও অপহরনের অভিযোগে ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ধর্ষন ও অপহরনের অভিযোগে আবুল কালামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply