বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ যশোরের বেনাপোল স্থলবন্দরে এক তরুণীর পায়জামার ভেতর থেকে হুন্ডির তিন লাখ ৩৯ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মোর্শেদা খাতুন (২৮) নামের ওই তরুণী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দানশাইল গ্রামের বাসিন্দা। গত রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল থেকে তাকে হুন্ডির টাকাসহ আটক করা হয়।
বিজিবি জানায়, মোর্শেদা খাতুন একজন হুন্ডি পাচারকারী। রোববার দুপুরে ওই নারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। অভিবাসন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা দেড়টার দিকে তিনি আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরনের পায়জামার ভেতর থেকে একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটিতে হুন্ডির তিন লাখ টাকা ছিলো।
এ বিষয়ে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের অধিনায়ক নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, মোর্শেদা খাতুনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে ও উদ্ধার হওয়া হুন্ডির টাকা থানায় জমা দেওয়া হয়েছে।
Leave a Reply