বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী গাইনের পার নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে আজ দুপুর একটার দিকে ত্রিমুখী সংঘর্ষ হয় দুটি পরিবহন ও একটি প্রাইভেট কার এর মধ্যে ।
এতে করে২০ থেকে ২৫ জনের মতো আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মাওয়া থেকে ছেড়ে আসা লায়ন ক্লাসিক ও বরিশাল থেকে আসা বি আর টি সি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং বিআরটিসি বাসের পিছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাসের পিছনে এসে ধাক্কা খায়।
ত্রিমুখী সংঘর্ষে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এতে করে তিন কিলোমিটার রাস্তা জুড়ে দেখা দেয় তীব্র যানজট।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা ক্লিয়ার করে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply