মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা পঞ্চমদিনের মতো আজও বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সেইসঙ্গে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, খুলনা ও সিলেট বিভাগের তিন জন করে এবং রংপুর বিভাগের দুই জন।
এর আগে গতকাল (২৬ সেপ্টেম্বর) করোনায় ২১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের চার জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগের একজন করে এবং সিলেট বিভাগের তিন জন।
এর আগের দিন ( ২৫ সেপ্টেম্বর) মারা যান ২৫ জন। তাদের মধ্যে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু ছিল না। ২৪ ও ২৫ সেপ্টেম্বরেও করোনায় বরিশালে কোনও মৃত্যু ছিল না।
অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর দেশে দৈনিক নতুন শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কমে আসে গত মধ্য আগস্ট থেকে। ডেল্টার তাণ্ডবের পর গত ২৩ সেপ্টেম্বর প্রথম তিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। যদিও দেশে মহামারিকালের ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ আগস্ট মাসেই। গত ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে তারপর থেকে ডেল্টার তাণ্ডব কমে আসে, কমে আসতে থাকে শনাক্ত ও মৃত্যু। চলতি মাসে সেটা আরও কমে যায়।
Leave a Reply