সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালাকঠিতে অটোরিকশা-লেগুনা সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। অদক্ষ লেগুনাচালকের দোষেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বাউকাঠিতে এ ঘটনা ঘটে। নিহত সোহেল খলিফা ওই এলাকার জালাল খলিফার ছেলে। আহতদের মধ্যে তিনজন অনার্স পরীক্ষার্থী, একজন ব্যাংক কর্মকর্তা ও একজন ব্যবসায়ী।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের কলেজ মোড় থেকে আসা লেগুনাটি বাউকাঠি চামটা ব্রিজের কিছুটা উত্তরে পৌঁছালে বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক সোহেল খলিফা, যাত্রী মাসুম, পিংকী, কলি আক্তার, রিপন, সাফিয়া আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সোহেল খলিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া গুরুতর আহত মাসুম বিল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর নির্দেশ দেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে অটোচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply