রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম খলিফা উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আহতরা হলেন- নিহতের স্ত্রী সুখী বেগম, সুখীর দুই ভাই লিটন তালুকদার ও সাইফুল তালুকদার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের শ্যালক সাইফুল তালুকদার জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই বাড়ির প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফায় সালিশ হলেও কোনো মীমাংসা হয়নি। এরই জেরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম, শাওনসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
তাদের বাঁচাতে এলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করা হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হালিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply