রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিতে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী)আসনের জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন মহাজোটের প্রার্থী জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু। তিনি গত শুক্রবার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত কেদারপুর,মোল্লার হাট,বেলতলা, ,সানি কেদারপু,ষ্ট্রীমার ঘাট,চাঁন্দের বাজার,এমপির হাট, বাহেরচর বাজারে জাতীয়পাটি ও আ’লীগ নেতাদের নিয়ে গণসংযোগ ও পথ সভা করেন। চান্দের বাজারে পথ সভায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন, আমি এমপি থাকালীন সময় বাবুগঞ্জ-মুলাদীর সকল হাটবাজারকে খাজনা মুক্ত করায় ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা বানিজ্য করতে পেরেছে। তিনি আরো বলেন এখন অনেকেই আপনারদের কাছে আসবে ভোট চাইবে,বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রতি দেবে। আপনাদের, বুঝে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। দলমত উর্ধ্বে থেকে সবার কাছে আমি দোয়া চাই ও লাঙ্গল প্রতীকে ভোট চাই। সাবেক এমপি ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি মহাজোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিন। আমি আপনারদের আধুনিক বাবুগঞ্জ-মুলাদী উপহার দেব। আমি নির্বাচীত হয়ে আপনারদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে বাবুগঞ্জ ও মুলাদীকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাব। গণসংযোগের সময় বাবুগঞ্জ-মুলাদীর স্থানীয় জনসাধারন সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ৩০ ডিসেন্বর সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়ী করার সর্বাত্বক আশ্বাস প্রদান করেন। এ সময় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে ছিলেন উপজেলা জাতীয়পাটির সভাপতি মুকিতুর রহমান কিসলু,উপজেলা আ’লীগের সাংগঠনিক সস্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়া আহম্মেদ,বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,কেন্দ্রীয় যুবসংহতির নেতা ফয়জুল হক সুমন,সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান,ছাত্র সমাজের সাধারন সস্পাদক মোঃ সোহেলসহ কেদাপুর ইউনিয়ন জাতীয়পাটি,মুক্তিযোদ্বা ও আ’লীগ নেতাকর্মীরা।
Leave a Reply