শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের পরিকল্পনায় প্রধান ভূমিকা পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, “এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনা গত ১৬ বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, আর তারেক রহমান বিচক্ষণতার সাথে বিএনপিকে রক্ষা করেছেন।”
বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই সরকার আমাদের সরকার। যদি তারা ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে।” তিনি সরকারের কাছে বিশেষ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান করেন। “দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে।”
দুদু বলেন, “নির্বাচন কবে হবে, এই তথ্য জাতিকে জানাতে না পারলে বিতর্ক সৃষ্টি হবে। আমরা চাই না সরকারের পক্ষ থেকে বিতর্কের সৃষ্টি হোক।”
বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং নতুন সরকারের আশা নিয়ে বলেন, “অন্যায়ভাবে দাম বাড়ছে এবং মানুষ বিপদে রয়েছে। তারা আশা করেছিল জিনিসপত্রের দাম কমবে।”
এছাড়া, তিনি সরকারের সফলতার একটি কারণ হিসেবে রাজনৈতিক দলের মধ্যে সহযোগিতা ও সমন্বয়কে উল্লেখ করেন। “রাজনৈতিক দলগুলোর মধ্যে মিলেমিশে চলা গণতন্ত্রের জন্য জরুরি,” বলেন তিনি।
Leave a Reply