রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার শনাক্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তার আগের চারদিনের মধ্যে গতকাল মঙ্গলবার ৩৫ জন, সোমবার ২৩ জন, রবিবার ১৬ জন ও শনিবার ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
চলতি মাসের প্রথম দিন থেকে শনাক্ত সংখ্যার সঙ্গে শনাক্ত হারও বাড়তে শুরু করেছে। বিশেযজ্ঞদের মতে- স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণে সংক্রমনের হার আরো বেড়ে যেতে পারে।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনার দৈনিক তথ্য (গত ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি) পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ূয়া জানান, বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮১ নমুনা পরীক্ষায় শনাক্তের মধ্যে নগরে ৪৯ জন ও জেলায় চার জন। শনাক্তের হার তিন দশমিক ৩৫ শতাংশ।
এনিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৭৬৯ জন। এরমধ্যে নগরে ৭৪ হাজার ৩৮২ জন ও জেলায় ২৮ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ২৫ হাজার ৬১১ জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১২ দশমিক ৪৫ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এক হাজার ৩২২ জন। শনাক্ত অনুপাতে মৃত্যুহার এক দশমিক ২৯ শতাংশ।
এদিকে গত ৫ দিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। গত ১ জানুয়ারি শনিবার এক হাজার ৪৮৯ টি নমুনা করে ৯ জনের করোনা শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। আর গতকাল এক হাজার ৫৮১ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৩জন। শনাক্তের হার তিন দশমিক ৩৫ শতাংশ।
Leave a Reply