শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
“ইউনিয়নে যখন মামলা মেটে, কেন যাব থানা কোর্টে” এই স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের কার্যক্রম । কম খরচে ও অল্প সময়ে প্রতিকার পাওয়ায় সাধারণ মানুষ এখন গ্রাম আদালতের উপর আস্থা রাখছে। ২০১৭ সালের মে মাস থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেড় বছরে উপজেলার ০৯ টি ইউনিয়নের গ্রাম আদালতে ৭৭৯ টি মামলা হয়েছে। যার মধ্যে ৭৫৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ২৬ টি মামলা চলমান রয়েছে। উক্ত মামলা থেকে ২ কোটি ৩ লাখ ৭৯ উনসত্তর হাজার ৯০০ টাকা অর্থ আদায় করা হয়েছে। গ্রাম আদালত কার্যক্রম চালু হওয়ার আগে যে কোন অপরাধ বা বিচারের জন্য সাধারণ মানুষ থানা অথবা জেলা আদালত শরনাপন্ন হতো।
এতে একদিকে যেমন বিচার নিষ্পত্তি হতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। অপরদিকে বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাড়তি টাকা খরচ হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতেন সাধারণ মানুষ। ২০১৭ সালে সরকার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২৭ টি জেলায় কার্যক্রম শুরু করেন। এই প্রকল্পের আওতায় বোরহানউদ্দিন উপজেলার ০৯ টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রকল্পের সূত্রমতে জানা যায় , মে ২০১৭ হতে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এই উপজেলার ০৯ টি ইউনিয়নে গ্রাম আদালতে গত দেড় বছরে ৭৭৯ টি মামলা গ্রহণ করা হয়। যার মধ্যে ৭৫৩ টি মামলা নিষ্পত্তি এবং ২৬ টি মামলা চলমান রয়েছে। উক্ত মামলা থেকে ২ দুই কোটি ৩ লাখ ৭৯ উনসত্তর হাজার ৯০০ টাকা অর্থ আদায় করা হয়েছে। গংঙ্গাপুর ইউনিয়নে ১২২ টি মামলার মধ্যে ১১৪ টি নিষ্পত্তি হয়েছে, চলমান রয়েছে ০৮টি, অর্থ আদায় হয়েছে ২৫ লক্ষ ২৯ হাজার টাকা। সাচরা ইউনিয়নে ৭৬ টি মামলার মধ্যে ৭৫ টি নিষ্পত্তি, চলমান আছে ১ টি মামলা, অর্থ আদায় ২৪ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা । দেউলা ইউনিয়নে ৬১ টি মামলার মধ্যে ৬০টি নিষ্পত্তি, চলমান ১ টি মামলা, অর্থ আদায় ১৬ লক্ষ ৭ হাজার ৩০০টাকা ।
কাচিয়া ইউনিয়নে ৭৭ টি মামলার মধ্যে ৭০ টি নিষ্পত্তি, ৭টি চলমান, অর্থ আদায় ২৫ লক্ষ ৬৯ হাজার ২০০ টাকা । হাসাননগর ইউনিয়নে ৯১ টি মামলার মধ্যে ৯০ টি নিষ্পত্তি, ১ টি চলমান, অর্থ আদায় ২৬ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। টবগী ইউনিয়নে ৭০টি মামলার মধ্যে ৬৮ টি নিষ্পত্তি, ২টি চলমান, অর্থ আদায় ১৩ লক্ষ ৬২ হাজার ৫০০টাকা । পক্ষিয়া ইউনিয়নে ১০৫ টি মামলার মধ্যে ১০৫ টি নিষ্পত্তি, অর্থ আদায় ৩৫ লক্ষ ৯১ হাজার ৭৫০টাকা । বড়মানিকা ইউনিয়নে ৯৪ টি মামলার মধ্যে ৯৩ টি নিষ্পত্তি, ১ টি চলমান, অর্থ আদায় ১১ লক্ষ ৯৯ হাজার ৩০০ টাকা এবং কুতুবা ইউনিয়নে ৮৩ টি মামলার মধ্যে ৭৮ টি মামলা নিষ্পত্তি ও চলমান রয়েছে ৫ টি মামলা, অর্থ আদায় ২৪ লক্ষ ১৪ হাজার ৭৫০ টাকা। গ্রাম আদালত প্রকল্পের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম বলেন, গত দেড় বছরে সাধারণ মানুষ গ্রাম আদালতের উপর আস্থা অর্জন করেছে। এটি কেবল সম্ভব হয়েছে অত্র উপজেলার ইউপি চেয়ারম্যানদের আন্তরিকতা এবং একটা জনবান্ধব উপজেলা প্রশাসনের কার্যকরী তত্বাবধানের ফলে।
গ্রাম আদালতকে আরো বেশি কার্যকর করতে হলে নিয়মিত শুনানীর কোন বিকল্প নাই। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস জানান, আমাদের কাছে অভিযোগ আসলে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত অভিযোগগুলো আমরা গ্রাম আদালতে পাঠাই, মাসিক মিটিংয়ে গ্রাম আদালত বিষয়ে আলোচনা করা হয় এবং কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে ইউপি চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হয়, প্রতিটি ইউনিয়ন থেকে গ্রাম আদালতের মামলার প্রতিবেদন সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
Leave a Reply