শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি: জেলার গৌরনদী উপজেলার এলাহী এগ্রো লিমিটেডের চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী বিনা প্রতিদন্দিতায় দ্বিতীয়বার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধণ প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার টরকী বন্দরের এলাহী কমিউনিটি সেন্টারে এলাহী অটো রাইস মিল ও এগ্রো লিমিটেডের হালখাতা অনুষ্ঠানে অলিম্পিক সিমেন্ট ও আনোয়ার সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাহী অটো রাইস মিলের পরিচালক জান্নাতুল হালিম জুথী, বেগম আলেয়া, অলিম্পিক সিমেন্ট কোম্পানীর এরিয়া ম্যানেজার মিঠু শিকদার, জহিরুল ইসলাম, হুমায়ুন কবির, আনোয়ার সিমেন্ট কোম্পানীর মহসিন মৃধা, জুবায়ের ইসলাম প্রমুখ। শেষে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply