রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি //গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক খালেদা নাসরিন এক দল পুলিশ নিয়ে রোববার দুপুরে উপজেলার টরকী বন্দর মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানের খবর পেয়ে কয়েকজন মাছ ব্যবসায়ী ঝাটকা ইলিস মাছ ফেল পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ৮০ কেজি ঝাটকা ইলিস মাছ উদ্ধার করে উপজেলা পিরষদ চত্বরে নিয়ে আসেন।
পরে উদ্ধারকৃত অবৈধ ঝাটকা ইলিস মাছ গৌরনদী থানা মসজিদ এতিমখানা, টরকী বন্দর এতিমখানা ও ঘুল্লিরপাড় এতিমখানায় বণ্টন করে দেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক খালেদা নাসরিন সত্যতা স্বীকার করে বলেন, দেশের ইলিস সম্পদ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।
ঝাটকা নিধন, সরবারহ ও বিক্রি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মৎস্যজীবি ও ব্যবসায়ীদের ঝাটকা নিধব ও বিক্রি না করার আহবান জানান।
Leave a Reply