বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীর উপজেলার যখন চারদিকে মাদকের ছাড়াছাড়ি ,ঠিক তখনই তারুণ্য সংঠনের সদস্যরা মাদকাসক্ত না হয়ে তারা একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেন, যার শ্লোগান হচ্ছে মানবতার টানে সবখানে। তারাই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো গৌরনদী উপজেলার বিভিন্ন এলকার ৩০০জন গরীব অসহায় দুঃস্থদের মাঝে লঙ্গী, শাড়ি ও জামাকাপড় বিতারণ করেন , আজ সকাল ১২টার সময় টরকি বন্দর ভিক্টোরিয়া মাধ্যামিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিতারণ করা হয়, উক্ত অনুষ্ঠানেরর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগেরর সভাপতি জয়নাল হাওলাদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন হাওলাদার।
টরকি বন্দর আদর্শ জামে মসজিদের সভাপতি কবির হোসেন মাঝি ওসাধারন সম্পাদক মামুন শিকদার আরো উপস্থিত ছিলেন, টরকি বন্দর ভিক্টোরিয়া মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, গৌরনদী পৌরসভার ১ং কমিশনার খোকন শিকদার, যুবলীগ নেতা পিন্টু রায়, ছাত্রলীগ নেতা সুজন হাওলাদার ও সৌরভ খান।
আনন্দ টিভির বরিশাল ব্যারো প্রধান কাজী আল আমিন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মো :রাজীব হোসেন খান সহ তারুণ্য সংগঠনের সকল সদস্যগন। প্রমুখ।ইতিমধ্যে গৌরনদী তারুণ্য সংগঠনেরর ব্যানারে ব্লাড ডেনার ক্ল্যাব প্রতিষ্ঠিতকরেন ।যার মাধ্যামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বিনামূল্য রক্তের গুরুপ নির্নয় করা হয়।
Leave a Reply