শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ করোনা আতংকের মধ্যে জেলার গৌরনদী পৌর এলাকার দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শরাফুজ্জামান শাহিনের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা ব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পরার মধ্যে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাদ্রাসার জমি দখল করে দোকান ঘর নির্মাণ কাজ চালু রেখেছেন। যাতে এই সময় তাকে কেউ বাঁধা দিতে না পারে। তারা আরও জানান, ২০১৭ সালে তৎকালীণ গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও সুপারের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল ও অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করলেও রহস্যজনক কারণে বিষয়টি ধামাচাপা পরে যায়।
এ বিষয়ে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা গভনিং বডির সভাপতি শরাফুজ্জামান শাহিন বলেন, মাদ্রাসার জমি দখল নয় বরং তার রেকর্ডি সম্পত্তিতে তিনি দোকান ঘর নির্মাণ করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply