রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
সুমণ তালুকদের,স্টাফ রিপোর্টা॥ বরিশালে জেলার গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী টরকীর চর বেদেপল্লীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারের সূত্র অনুযায়ী জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার(৩০ এপ্রিল) অভিযুক্ত আসামিদের নেতৃত্বে দেশীয় অস্ত্র সহ দলবল নিয়ে বেদেপল্লীর মাঝ ভিটায় বসবাসরত শাহজাহান হাজী এবং জন্টু সরদারের বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ সময় নারী ও পুরুষ সহ কমপক্ষে ৫ জন আহত হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ও শুক্রবার (৩০ এপ্রিল) দু দিনের মধ্যে তৃতীয় দফায় সংঘর্ষের সংবাদ পেয়ে গত শুক্রবার সরেজমিনে বেদেপল্লী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
সরেজমিন পরিদর্শনে সময় জানা যায়, বেদেপল্লীতে বসবাসরত অধিকাংশ বসতঘর মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কিন্তু বেদেপল্লীর বাসিন্দারা বরিশালের গৌরনদী উপজেলার ভোটার। এই পরিস্থিতিতে এখানে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে স্থানীয় জনপ্রাসনকে অনেকটা বেগ পেতে হয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বেদেপল্লীর এ এলাকাটি কালকিনি থানাধীন। সেখানে যেকোন সংঘর্ষের সংবাদ পেলে গৌরনদী থানা পুলিশ কাছের হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সহযোগিতা করি। কিন্তু সেটি কোন স্থায়ী সমাধান নয়। এ ধরনের সংঘর্ষ রোধে কালকিনি থানা যেনো কঠোর ব্যবস্থা নেন তার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং বেদেপল্লীতে বসবাসরত বেদেরা যদি গৌরনদী থানার মধ্যে অরাজকতার সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই গতকাল সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। গৌরনদীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ চেষ্টা করলে তাদের একবিন্দু ছাড় দেয়া হবে না।
Leave a Reply